পুরসভার চেক ইস্যু হয়নি, অথচ অ্যাকাউন্ট থেকে উধাও ১৪ লাখ টাকা!

তিনটি চেক থেকে টাকা তোলা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: বালুরঘাট পৌরসভার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও কয়েক লক্ষ টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও অর্থের পরিমান ১৪ লক্ষ ৪০ হাজার ৬৮ টাকা। বিষয়টি নজরে আসা মাত্রই বালুরঘাট থানায় লিখিত অভিযোগও জানানো হয়েছে পুরসভার তরফে। 

তিনটি চেক থেকে টাকা তোলা হয়েছে। সেই তিনটি চেক পৌরসভা থেকে ইস্যু করা হয়নি সেই তিনটি চেক পৌরসভাতেই রয়েছে। চেক জালিয়াতি করে বা হ্যাকিং করে টাকাগুলো তোলা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান। তিনি মনে করছেন এর পিছনে কোনও চক্র কাজ করছে।  

bvjh

জানা গিয়েছে ওই ব্যাঙ্ক-এর বালুরঘাট শাখায় পুরসভার যে অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে মোট তিনটি আলাদা আলাদা চেকে ১৪ লক্ষ ৪০ হাজার ৬৮ টাকা কেউ তুলে নিয়েছে। 

এ বিষয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বালুরঘাট শাখার ম্যানেজার জানান, “এই বিষয়টি আমরা এখনো জানিনা আমাদের ব্রাঞ্চে কিছু হয়নি। এটা পৌরসভা দাবি করছে। এখনো পর্যন্ত কোনো কিছু পরিষ্কার নয়। ব্যাঙ্ক খতিয়ে দেখবে তারপরে বিষয়টি স্পট ভাবে বলা যাবে।

vdghghj

কীভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে? এবং এর সাথে অন্য কোনও চক্রান্ত জড়িয়ে রয়েছে কিনা তাই ভাবাচ্ছে বিজেপির বালুরঘাট টাউন সভাপতি সমীর প্রসাদ দত্তকে।