পর্নোগ্রাফি দেখিয়ে যৌন নিগ্রহ তেরো বছরের তরুণীর

ফের লালসার শিকার তরুণী। একের পর এক যৌন নির্য়াতনের ঘটনায় আতঙ্কগ্রস্ত কেরলের এক অ্যাথলিট। ইতোমধ্যে যা জানা যাচ্ছে, মহিলাদের নিয়ে কাজ করা এক স্বেচ্ছাসেবী সংস্থার (NGO) তদারকিতে প্রকাশ্যে আসে বিষয়টি।

author-image
Jaita Chowdhury
New Update
Harassment

নিজস্ব সংবাদদাতা: ফের লালসার শিকার তরুণী। একের পর এক যৌন নির্য়াতনের ঘটনায় আতঙ্কগ্রস্ত কেরলের এক অ্যাথলিট। ইতোমধ্যে যা জানা যাচ্ছে, মহিলাদের নিয়ে কাজ করা এক স্বেচ্ছাসেবী সংস্থার (NGO) তদারকিতে প্রকাশ্যে আসে বিষয়টি। ঘটনাটি হল কেরলের এক দলিত পরিবারের। ওই ১৮ বছরের তরুণী এই ঘটনার বিষয়ে জানিয়েছেন, তিনি ৬৪ জনের যৌন নিগ্রহের শিকার হয়েছেন। পাঁচ বছর ধরে এই ঘটনা ঘটেছে তাঁর সঙ্গে। এই ঘটনায় দায়ের হয়েছে পুলিশে অভিযোগ। হেফাজতে নেওয়া হয়েছে ১০ জনকে।

নির্যাতিতা এই ঘটনার প্রেক্ষিতে সেখানকার শিশু কল্যাণ কমিটিকে জানিয়েছেন, তাঁর যখন ১৩ বছর বয়েস, সেই সময় থেকে তাঁর সঙ্গে ঘটেছে ওই ঘটনা। পথনামথিট্টা থানায় অভিযোগ দায়ের হয়েছে। তিনি কাউন্সেলিংয়ে এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সম্প্রতি এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা তাঁর বাড়িতে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে।

তাঁদের কাছে এ বিষয়ে মুখ খোলেন তরুণী। শিশু কল্যাণ কমিটির পক্ষ থেকে এই ঘটনার অভিযোগ জানানো হয়। শিশুকল্যাণ কমিটির পক্ষ থেকে মনোবিদের কাছে নিয়ে যাওয়া হয়েছে মেয়েটিকে। আর সেখানেই তিনি ওই ঘটনার কথা জানান। তরুণী অভিযোগ জানিয়েছেন, তাঁকে পর্নোগ্রাফি দেখানো হত। তিনি স্কুলে খেলাধূলোয় পারদর্শী বরাবরই। আর সেখানেও তাঁর সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে। শুধু কি তাই, এই সংক্রান্ত বেশ কিছু ভিডিয়োও নাকি ছড়িয়ে দেওয়া হয়েছে। যাতে ওই তরুণী ট্রমায় চলে গিয়েছেন। এই ঘটনাটিকে গুরুতর বলে উল্লেখ করেছেন শিশু কল্যাণ কমিটির পথনামথিট্টা জেলার চেয়ারপার্সন এন রাজীব।