জলে ডুবে মৃত্যু ১৩ মাসের শিশুর, ঘটনাটিকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চঞ্চল্য

মালদার মানিকচকের দক্ষিণ চন্ডিপুর গ্রাম, সেখানে গঙ্গার ভয়ংকর রূপ। এক মাস ধরে জলমগ্ন হয়ে রয়েছে রাস্তাঘাট বাড়িঘর। সেখানে বন্যার জলে ডুবে মৃত্যু তেরো মাসের শিশুর।

author-image
Debapriya Sarkar
New Update
Flood

নিজস্ব প্রতিবেদন : মালদার মানিকচকের দক্ষিণ চন্ডিপুর গ্রামে গঙ্গার ভয়ঙ্কর রূপ এলাকাটি বিপর্যস্ত করে রেখেছে। স্থানীয়দের অভিযোগ, গত প্রায় এক মাস ধরে এলাকাটি জলমগ্ন হয়ে রয়েছে। ফলে গ্রামের বহু পরিবার তাদের বাড়ির নিচতলা থেকে নিরাপত্তার জন্য ছাদে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

Flood

এই অবস্থায়, সোমবার সন্ধ্যায় একটি মর্মান্তিক ঘটনা ঘটে। ইউসুফ মিয়া, যিনি কুমানিটুলার বাসিন্দা, তার ঘটে যায় বড় বিপত্তি। তিনি ও তার পরিবার ছাদে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু ঘরের মধ্যে ১৩ মাসের একটি শিশু ছিল। শিশুটি জলমগ্ন ঘরের মধ্যে দৃষ্টির আড়ালে চলে যায় এবং দুর্ঘটনাক্রমে জলে ডুবে যায়।

Bengal flood situation

তৎক্ষণাত পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করতে ছুটে যান। তবে, শিশুটিকে উদ্ধার করার পরও বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয়রা এই ঘটনাটি নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং এটি পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে।