ঘাটালে ডাকাতি পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ : ভিন রাজ্যের ১৩ জন দুষ্কৃতী গ্রেফতার

ঘাটাল পুলিশ একটি সফল অভিযান চালিয়ে ১৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার আলুই গ্রামে পুলিশ অভিযান চালিয়ে ১৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। প্রাথমিক তথ্য অনুযায়ী, আটককৃত যুবকরা ঝাড়খণ্ড ও বিহারের বাসিন্দা।

publive-image

আজ বিকেলে ঘাটাল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এক বাড়ি থেকে ১৩ জন যুবককে আটক করে। প্রথমে, পুলিশ আলুই গ্রামের বাড়ির মালিককে আটক করে এবং পরে ওই বাড়ির একটি ঘর থেকে ১১ জনকে গ্রেফতার করে। জানা গেছে, কিছুদিন ধরে ওই যুবকরা দামি গাড়ি নিয়ে ওই বাড়িতে আসা-যাওয়া করছিলেন।

ঘাটাল থানার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে ২ জন ঘাটালের এবং বাকিরা ভিন রাজ্যের। আরও জানা গেছে, ওই বাড়িতে আগে থেকেই ঝাড়খণ্ডের এক যুবক অবস্থান করছিল, যাঁর মাধ্যমেই বাকিরা বাড়িতে আসত।

publive-image

এদিকে, পুলিশ এই ঘটনায় ডাকাতির পরিকল্পনা করা হতে পারে বলে সন্দেহ করছে। যদিও পুলিশের পক্ষ থেকে বিষয়টি এখনও স্পষ্ট করা হয়নি, তবে জেলা পুলিশ সুপার এক প্রেস মিটের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করবেন বলে জানিয়েছে।