নিজস্ব সংবাদদাতাঃ বুধবার রাতে পুলিশের নাকা চেকিংয়ের সময় ধূপগুড়ি থেকে উদ্ধার প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা। ভোটের আগে ধূপগুড়িতে এইভাবে টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। আটক করা হয়েছে আসামের এক বাসিন্দাকে। সামনেই ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন। সেই কারণে ধূপগুড়ির বিভিন্ন জায়গায় চলছে পুলিশের নাকা চেকিং। বুধবার শালবাড়ি এলাকায় পুলিশের নজরে আসে বিহারগামী একটি বড় গাড়ি। সন্দেহ হতেই আটক করা হয় গাড়িটিকে। খবর দেওয়া হয় নির্বাচন কমিশনের লাইং স্কোয়াড টিমকে। তারপর আধিকারিকরা এলাকায় এসে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় তেরো লক্ষ টাকা।
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি আসামের বরপেটা এলাকার বাসিন্দা। যার কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে তিনি দাবি করেছেন, তাঁর দুধের ব্যবসা রয়েছে। মহিষ কেনার জন্য টাকা নিয়ে যাচ্ছিলেন। যদিও তদন্তকারীদের দাবি টাকার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ওই ব্যক্তি। তাই বাজেয়াপ্ত করা হয়েছে সাড়ে ১৩ লক্ষ টাকা।