BBREAKING : ১৩,৫০০ কোটি টাকার চুক্তি সাক্ষর

প্রতিরক্ষা মন্ত্রক HAL-এর সাথে ১৩,৫০০ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ভারতীয় বায়ুসেনার আকাশ প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানো হবে।

author-image
Debapriya Sarkar
New Update
Central

নিজস্ব সংবাদদাতা : প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় বিমান বাহিনীর জন্য 12টি Su-30MKI বিমান এবং সংশ্লিষ্ট সরঞ্জাম ক্রয়ের জন্য 13,500 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর সঙ্গে। চুক্তির আওতায়, এসব বিমান 62.6% দেশীয় উপাদানে তৈরি হবে, যা ভারতের প্রতিরক্ষা শিল্পের উন্নতির পাশাপাশি স্বদেশীকরণের হার বাড়াতে সহায়ক হবে। এই বিমানগুলো HAL-এর নাসিক বিভাগের উৎপাদন কেন্দ্রে তৈরি হবে এবং তা ভারতীয় বায়ুসেনার সামর্থ্য বৃদ্ধিতে সহায়ক হবে। নতুন বিমানগুলির সংযোজন ভারতের প্রতিরক্ষা প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করবে।