নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ গতকাল গভীর রাতে আই সি ইউ এমবুলেন্স-এর মধ্যে লুকিয়ে উত্তর বঙ্গ থেকে কলকাতায় ঢুকছিল বিপুল পরিমাণ মাদক গাঁজা।
গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বমাল পাঁচ পাচারকারীকে গ্রেফতার করলো বেঙ্গল এস টি এফ টিম।
এই ঘটনায় আটক করা হয়েছে পাচারে ব্যবহৃত অ্যামবুলেন্স গাড়ি ও একটি মারুতি সুজুকি সুইফ্ট।
এছাড়াও, উদ্ধার করা হয়েছে ১০৫ কিলো গাঁজা।