নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, রাজ্যে আসছে আরও ১০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় দফার নির্বাচনের সময় রাজ্যে থাকবে ৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে নির্বাচনের কাজে ব্যবহার করা হবে ৩৩৪ কোম্পানি বাহিনী। মালদহ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরের প্রত্যেকটি বুথ সুরক্ষিত রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ন্যূনতম চারজন কেন্দ্রীয় জওয়ান থাকবেন এক একটি বুথে। এক বুথ বিশিষ্ট কেন্দ্রে চারজন জওয়ান।
তিন থেকে পাঁচ বুথ বিশিষ্ট কেন্দ্রে ন্যূনতম ১২ জন জওয়ান প্রহরা দেবেন। পাঁচের বেশি বুথ যেখানে আছে, সেখানে ন্যূনতম ১৮ জন জওয়ান মোতায়েন থাকবে বুথের প্রহরার জন্য। জঙ্গিপুর জেলায় থাকবে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কৃষ্ণনগর জেলায় থাকবে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদহে থাকবে ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদে থাকবে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আইনশৃঙ্খলা দেখভালের দায়িত্বে থাকবে ৫৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশ মোতায়েন থাকবে প্রায় ১১০০০।