নিজস্ব প্রতিনিধি, কোলাঘাট: গতকাল কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গী হামলার ঘটনায় সারা বিশ্ব আতঙ্কিত। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছিলেন কাশ্মীরে। গতকালের নির্মম জঙ্গী হামলার পর কোলাঘাট এলাকার বহু পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, তিনটি ভ্রমণ সংস্থা এলাকার প্রায় ১০০ জন পর্যটককে নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছে কয়েকদিন আগে। গতকাল পর্যটকরা পহেলগাঁও এলাকায় ছিলেন বলে জানা গেছে। তবে তারা নিরাপদে আছেন বলে সূত্র মারফত খবর। এদিকে কোলাঘাট এলাকার একটি ভ্রমণ সংস্থা কাশ্মীরে যাওয়া তিনটি ভ্রমণ সংস্থার সঙ্গে যোগাযোগ করছে নিয়মিত। ঠিকঠাক যোগাযোগ করা যাচ্ছে না। একটি সংস্থার মাধমে তাদের নিরাপদে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে। সব মিলিয়ে রীতিমতো উৎকন্ঠায় পরিবারগুলি।