মেয়ের বিয়ের ১০ দিন আগে আগুন কেড়ে নিল সবকিছু-সর্বশান্ত হয়ে কান্না মায়ের

কয়েকদিন বাদেই ছিল মেয়ের বিয়ে, আর হঠাৎ করেই রাতে আগুনে পুড়ে ভষ্মীভূত বসতবাড়ি সহ প্রয়োজনীয় আসবাবপত্র।

author-image
Aniket
New Update
 paschim medinipur | Chandrakona | ekbalpur | Fire | West Bengal

নিজস্ব প্রতিনিধি: পশ্চিবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার একবালপুরে আগুনে ভস্মীভূত বসত বাড়ি, ক্ষতি কয়েক লক্ষ টাকা। জানা গিয়েছে, রাত ২ টো নাগাদ এলাকার বাসিন্দা  ভোলানাথ রায়ের বাড়িতে প্রতিবেশীরা আগুন দেখতে পায়। বাড়িতে তখন ঘুমিয়ে আচ্ছন্ন রায় পরিবারের সদস্যরা। প্রতিবেশীদের হইচই শুনে ঘুম ভেঙে যায় বাড়ির সদস্যদের। কোনরকমে বাড়ি থেকে বের হয়ে আসেন তারা। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে দমকলে খবর দেওয়া হলে ঘাটাল দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

 paschim medinipur | Chandrakona | ekbalpur | Fire | West Bengal

পাশের গ্রামে যাত্রা থাকার ফলে বেশিরভাগ পুরুষ বাড়িতে ছিল না। দশ দিন পরেই ওই বাড়িতে এক মেয়ের বিয়ে থাকার ফলে কনের শাড়ি সহ গয়না, নগদ টাকা, প্রয়োজনীয় নথি বাড়িতেই ছিল। আগুন থেকে কিছুই রক্ষা পায়নি। পরিবারের সদস্য সুনীল রায়ের স্ত্রী বলেন, "বিয়ে বাড়ির সমস্ত রকম প্রস্তুতি হয়ে গিয়েছিল। আগুনে সব শেষ হয়ে গেল ।স্বামী মারা গেছে বেশ কিছুদিন এখন কিভাবে মেয়ের বিয়ে দেব জানিনা"। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন চন্দ্রকোনা ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সূর্যকান্ত দলুই ও চন্দ্রকোনা থানার পুলিশ। রায় পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন সূর্যকান্ত দলুই মহাশয়। 

Add 1

a  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ..... .. . . . . .. . .  . . ........ . m.. m. . . ./ .. . . .. .. . .. . ............................... . .... . .. . . . . . . . ...................... . . . . . . . . . . . . . .. . . . .