নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ ট্যাব কান্ডে ফের গ্রেফতার ১ জন। সূত্র মারফত জানা গিয়েছে জে, এই মামলায় এখনো পর্যন্ত মোট ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অনুমান যে এই ঘটনার পিছনে আরও বেশ কয়েকজন জড়িয়ে থাকতে পারে। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, আজ গ্রেফতার হওয়া অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে ঝাড়গ্রামে আনা হচ্ছে। আগামীকাল তাদেরকে কোর্টে তোলা হবে বলেও জানা গিয়েছে। আরও জানা গিয়েছে যে, অভিযুক্তের বাড়ি চোপড়ায়। উমর ফারুক নামে এই ব্যক্তিকে উত্তর দিনাজপুরের আসারুবস্তি এলাকার দক্ষিণ আমতলা এলাকা থেকে। উল্লেখ্য, আজ ঝাড়গ্রাম জেলা পুলিশের সাইবার ক্রাইম ও থান যৌথভাবে অপারেশন চালিয়ে আজ গ্রেফতার করে এই ব্যক্তিকে।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, ঝাড়গ্রামে ট্যাব জালিয়াতরা স্কুলে হানা দিয়েছিলো পুজোর ছুটির আগেই। প্রতি স্কুলে একাদশ দ্বাদশ শ্রেনীর লিষ্ট একাউন্ট নাম্বার সহ তৈরী হয়ে যায় পুজোর আগেই। সেই সময় ফাইনাল চেক করতে গিয়ে বেশ কিছু স্কুল লক্ষ্য করে তাদের ছাত্র ছাত্রী বাদেও বেশ কিছু অতিরিক্ত নাম তাদের লিষ্টে রয়েছে। অথবা স্টুডেন্ট এর নাম একি কিন্তু তাদের IFSC কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আলাদা। ডিআইকে ঘটনার কথা জানালে স্কুলের ভুল হতে পারে মনে করে নাম সহ বাকি নথি ভালো করে স্কুটিনি করে ঠিক করে দিতে নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী স্কুল কতৃপক্ষ ফের নথি ঠিক করে পোর্টাল এর পাসওয়ার্ড পাল্টে ফেলেন। ফলে আজ যে দূর্নীতির সংখ্যাটা জেলায় মাত্র ৬২ তা অনেক বেশি। হওয়ার সম্ভাবনা ছিলো। যে সমস্ত স্কুল পাসওয়ার্ড পাল্টায়নি তাদের ক্ষেত্রই এই সাইবার প্রতারক দের কারচুপি করতে সুবিধা হয়েছে।
এ ব্যাপারে ডিআই শক্তিভূষন বন্দ্যোপাধ্যায় কিছু না বললেও জেলা শাসক জানান, ' গোটা বিষয়টার তদন্ত চলছে। ২জন গ্রেফতার হয়েছে। বাকিরাও গ্রেফতার হবে। '