নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: বাইসনের আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির। ওই ব্যক্তি আলিপুরদুয়ার জেলার দক্ষিণ সাঁতালি নাকাডালা এলাকার বাসিন্দা।
গতকাল সন্ধ্যায় বুধু ওরাঁও নামক ৬৭ বর্ষীয় এক ব্যক্তি মাঠ থেকে গরু আনতে গেলে ঐ সময় একটি বাইসন জলদাপাড়া জঙ্গল থেকে লোকালয়ে প্রবেশ করে বুধু ওরাঁও এর উপর আক্রমণ চালায়। এই ঘটনায় বুধু ওরাঁও এর মৃত্যু হয়। এদিন জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সাঁতালি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। জানা গিয়েছে নিজের গরু চড়িয়ে বাড়ি ফিরছিল বুধু। আচমকাই এই ঘটনা ঘটতে। জলদাপাড়া মেন্দাবাড়ির বিট থেকে বেড়িয়ে একটি বাইসন বুধুকে গুঁতো দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহ উদ্ধার করতে করতে সন্ধ্যা গড়িয়ে যায়। মৃতদেহ উদ্বার করে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।