নিজস্ব সংবাদদাতা, অন্ডালঃ অন্ডাল থানার পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার হলো এক দুষ্কৃতী। জানা গিয়েছে, পুলিশি হেফাজতের আবেদন করে ধৃতকে দুর্গাপুর আদালতে তোলা হলো বৃহস্পতিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, চলতি মাসের ৩ তারিখ কাজোড়া এলাকায় একটা মারাপিটের ঘটনায় রাজেশের নামে পুলিশ অভিযোগ হয়, তারপর থেকেই রাজেশকে খুঁজছিলো অন্ডাল থানার পুলিশ। আজ রাজেশের খোঁজ পেয়ে তার বাড়ি থেকেই আগ্নেয়াস্ত্র সমেত গ্রেপ্তার করা হয় তাকে।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অন্ডালের কাজোড়া গ্রাম পঞ্চায়েতের মধুসূদন পুর কোলিয়ারি এলাকায় রাজেশ কুমার তাঁতি (৩২) নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড জীবন্ত কার্তুজ। ঘটনাটি মধুসূদনপুর কোলিয়ারী এলাকার। এই দিন ভোর তিনটা নাগাদ অন্ডাল থানার পুলিশ রাজেশের নিজের বাড়ি থেকে গ্রেফতার করে।
আরও জানা গিয়েছে যে, উদ্ধার হয় একটি দেশি উন্নতমানের পাইপগান ও ৫ রাউন্ড কার্তুজ। জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তিকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় অস্ত্র আইনে মামলা দিয়ে।
কি কারণে ওই ব্যক্তি আগ্নেয়স্ত্র রেখেছিল? সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্র রাখার কারণ খুঁজতে ধৃত ব্যক্তিকে পাঁচ দিন পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় বলে পুলিশ সূত্রে খবর।