বেআইনিভাবে বালি তোলার অভিযোগ, গ্রেফতার ১

বেআইনিভাবে বালি তোলার অভিযোগ বিজেপির পঞ্চায়েত প্রার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে।

author-image
SWETA MITRA
New Update
jhar.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রাম (Jhargram) থেকে পশ্চিম মেদিনীপুরে এসে বেআইনিভাবে বালি তোলার অভিযোগ বিজেপির পঞ্চায়েত প্রার্থীর বিরুদ্ধে। ঘটনায় ওই বিজেপি প্রার্থীর একটি জেসিবি মেশিন সহ ট্রাক্টর আটক করেছে গুড়গুড়িপাল থানার পুলিশ। এছাড়া গ্রেফতার করা হয়েছে চালককে। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, বেআইনিভাবে মনিদহ এলাকার কংসাবতী নদীর চর থেকে বালি তোলা হচ্ছিল।

 স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে অভিযান চালায় পুলিশ। ওই বিজেপি প্রার্থী সঞ্জিত পাত্র ঝাড়গ্রাম জেলার চুবকা গ্রাম পঞ্চায়েতের বল্লা সংসদের পঞ্চায়েত প্রার্থী। তার একটি জেসিবি মেশিন রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সঞ্জিত বালি ব্যবসায়ী। অপরদিকে ট্রাক্টর মালিক মৃন্ময় ঘোড়ইও বিজেপি কর্মী বলে এলাকায় পরিচিত। তবে দল থেকে প্রার্থী না করায় নির্দল হিসেবে ওই এলাকায় ভোটে দাঁড়িয়েছেন। ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, "সমস্ত বেআইনি বালি কারবারের সঙ্গে বিজেপি যুক্ত। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।" এদিকে রাজনৈতিক চক্রান্ত দেখছেন বিজেপি (BJP) প্রার্থী সঞ্জিত পাত্র। তিনি বলেন, "রাজনৈতিকভাবে না পেরে চক্রান্ত করে আমাকে ফাঁসানো হচ্ছে। নদীগর্ভ থেকে বালি তুলিনি। নদীর চরে কৃষি জমি সমান করছিলাম। ওই জায়গাটিও ঝাড়গ্রাম জেলার। অথচ পুলিশ অন্যায় ভাবে গাড়িগুলি আটক করে চালককে গ্রেফতার করেছে।"