নিজস্ব সংবাদদাতা: পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার নিয়ে বেশ কৌতূহলী মানুষজন। সেই রত্ন ভাণ্ডার নিয়ে রয়েছে অজানা বহু গল্পও। তবে এবার রত্ন ভাণ্ডারের রত্নের খোঁজ মিলবে। ওড়িশার নয়া সরকার, বিজেপি সরকারের হস্তক্ষেপেই খোলা হচ্ছে রত্ন ভাণ্ডারের দরজা। এএসআই-এর সাহায্যেই সেই রত্ন ভাণ্ডার খোলা হচ্ছে। আর তারপরই জানা যাবে, ভাণ্ডারে কত রত্ন আছে সেই পরিমাণের কথা।
এতোদিন আলোচনা চলছিল, তবে এবার জানা গেল আসল দিনক্ষণ। যা জানা যাচ্ছে, ঠিক রথযাত্রার পরেই এই রত্ন ভাণ্ডার খোলা হবে। রথযাত্রার ঠিক পরেরদিনই পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারে কত সোনাদানা আছে তার হিসেব শুরু হবে। আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে সেই গণনা।