নিজস্ব সংবাদদাতাঃ খুব শীঘ্রই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। অযোধ্যায় আজ জ্বালানো হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ৩০০ ফুট উঁচু প্রদীপ। রাম মন্দির অভিষেক অনুষ্ঠানের আগে শুক্রবার বিকেল ৫টায় অযোধ্যায় বিশ্বের সবচেয়ে উঁচু প্রদীপ জ্বালানো হবে।
জগদ্গুরু পরমহংস আচার্যের মতে, প্রদীপটি জ্বালানোর জন্য ১.২৫ কুইন্টাল (১২৫ কেজি) তুলা এবং ২১,০০০ লিটার তেল ব্যবহার কড়া হবে। সেই সঙ্গে গরুর ঘি দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের মাটি ব্যবহার করা হবে বিশাল প্রদীপ জ্বালাতে। আচার্য আরও প্রকাশ করেছেন যে, এক বছরে ১০৮ জন শ্রমিক এই প্রদীপটি প্রস্তুত করেছেন। তদুপরি, তেলটি দেবী সীতার পৈতৃক জন্মভূমি থেকে আনা হয়েছে।
পরিসর প্রবেশ অনুষ্ঠান (গর্ভগৃহে ভগবান রামের স্থাপন) ১৮ জানুয়ারি বৃহস্পতিবার শেষ হয়েছে। গত ১৬ জানুয়ারি মঙ্গলবার থেকে রাম মন্দির অভিষেকের অনুষ্ঠান শুরু হয়েছে, চলবে টানা সাত দিন। আগামী ২২ জানুয়ারি শেষকৃত্য সম্পন্ন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় প্রাণ-প্রতিষ্ঠার জমকালো অনুষ্ঠানে সাত হাজারেরও বেশি বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন।