নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশে অয্যোধ্যায় ২২ জানুয়ারী কংগ্রেসের ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করার বিষয় নিয়ে মন্তব্য করেছেন ১৯৯০ সালে রাম মন্দির আন্দোলনের সময় গুলিবিদ্ধ কোঠারি ভাইদের বোন পূর্ণিমা কোঠারি। তিনি জানিয়েছেন যে, এটি বিরোধী দলনেতাদের দুর্ভাগ্য যে তারা আমন্ত্রণ পাওয়ার পরেও আসছেন না। লক্ষ লক্ষ মানুষ আছে যারা এই অনুষ্ঠানে না থাকতে পারার জন্য বেদনাদায়ক। এমন কিছু মানুষ আছে যারা ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠান দেখতে না পারলেও অযোধ্যায় থাকতে পেরে খুশি। তারা (বিরোধী দল) রাজনীতিবিদ এবং তারা সেই দৃষ্টিকোণ থেকে সবকিছু প্রত্যক্ষ করছে।
কলকাতার রাম কোঠারি এবং শরদ কোঠারি ছিলেন ভাই যারা ১৯৯০ সালে রাম মন্দির আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন। তারা সেই কারসেবকদের মধ্যে একজন যারা বাবরি মসজিদের চূড়ায় আরোহণ করেছিলেন এবং ১৯৯০ সালের ৩০ অক্টোবর গেরুয়া পতাকা স্থাপন করেছিলেন।
রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানের আমন্ত্রিতদের মধ্যে পূর্ণিমা কোঠারিও রয়েছেন, যারা উত্তর প্রদেশের অযোধ্যায় ২২ জানুয়ারি নির্ধারিত রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। তাছাড়া, রাম শরদ স্মৃতি সংঘ প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের ২৫,০০০ অতিথিকে খাবার প্রদান করবে।