নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের রাম মন্দিরের উদ্বোধন নিয়ে শোরগোল এখন তুঙ্গে। রাম মন্দিরের উদ্বোধনের আগেই আয়োজিত হতে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাম মন্দির 'প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানের আগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে উত্তরপ্রদেশের মোরাদাবাদ পৌরসভা কর্পোরেশনের অতিরিক্ত কমিশনার অতুল কুমার বলেছেন, “ভগবান রাম, ভগবান হনুমান এবং মহর্ষি বাল্মীকির সমস্ত মন্দিরকে মকর সংক্রান্তি থেকে ২২ জানুয়ারী পর্যন্ত রামায়ণ পাঠ, শ্রীরাম কথা, ভজন এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করতে বলা হয়েছে। মোরাদাবাদ পৌরসভা কর্পোরেশন এটি অনুসরণ করবে এবং এটি যাতে সহজ ভাবে সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রাখবে।”