অবিশ্বাস্য! ২৫০ কোটি বছর পুরনো শিলায় তৈরি ‘রামলালা’-এর মূর্তি

বহু বছর অপেক্ষার পর ২২ জানুয়ারি উদ্বোধন হয়েছে অযোধ্যায় রাম মন্দির। রাম মন্দিরে প্রতিষ্ঠিত ‘রামলালা’-এর মূর্তি ২৫০ কোটি বছর পুরনো শিলায় তৈরি করা হয়েছে।

author-image
Probha Rani Das
New Update
1ayodhya ramlala.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২২ জানুয়ারি শ্রীরাম জন্মভূমিতে উদ্বোধন হয়েছে রাম মন্দির। রামলালার ‘প্রাণ প্রতিষ্ঠা’ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, ২৫০ কোটি বছরের পুরনো শিলায় তৈরি হয়েছে রাম মন্দিরের ‘রামলালা’-এর মূর্তি। এই শিলাটি অত্যন্ত টেকসই। এছাড়াও এই শিলাটির জলবায়ু পরিবর্তনে সহনশীলতা রয়েছে। যার ফলে সাধারণভাবে রক্ষণাবেক্ষণ করলেই রামলালার মূর্তিটি হাজার বছর টিকে থাকবে। 

rainad

স

স