রাম লালার নতুন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা, কি হবে পুরনো মূর্তির ! জানেন ?

১৬ জানুয়ারি শুরু হয়েছিল রাম মন্দিরের নতুন পথ চলা।

author-image
Adrita
New Update
fd

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আজ ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা পেল অয্যোধ্যার রাম লাল্লা। নতুন মূর্তি মন্দিরের শোভা বাড়িয়েছে দ্বিগুণ। তবে এবার পুরনো মূর্তির কি হবে জানেন ? সূত্র মারফত জানা গিয়েছে যে, 

মন্দিরের গর্ভগৃহে রামলালার নতুন মূর্তির সঙ্গে পুরনো মূর্তি স্থাপনের পরিকল্পনা রয়েছে। তথ্য অনুযায়ী, নতুন মূর্তিটির নাম হবে অচল মূর্তি। আর পুরনো মূর্তিটি উৎসব মূর্তি নামে পরিচিত হবে। আরও বলা হচ্ছে যে পরে শ্রী রাম সম্পর্কিত সমস্ত উৎসবে উৎসবমূর্তি স্থাপন করা হবে। নতুন মূর্তিটি ভক্তদের দেখার জন্য গর্ভগৃহে থাকবে।