রাম মন্দির উদ্বোধনের আগে বড় বার্তা প্রধানমন্ত্রীর, কী বললেন তিনি
রাম মন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে মন্দির, বিভিন্ন তীর্থক্ষেত্র পরিষ্কারের অভিযানে অংশগ্রহণ করতে আহ্বান জানান। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন।
নিজস্ব সংবাদদাতা: ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "রাম মন্দির উদ্বোধনের আগে আমি দেশের মানুষকে মন্দির, তীর্থস্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান জানাই।"
I urge people to undertake cleanliness campaign in temples, pilgrimage centres ahead of Ram temple inauguration: PM Modi