প্রাণ প্রতিষ্ঠাঃ 'আজকের যুগে প্রভু রামের আদর্শের খুব প্রয়োজন'

রাম রাজ্য ফের একবার ফিরতে চলেছে।

author-image
Adrita
New Update
d

নিজস্ব সংবাদদাতাঃ রাম জন্মভূমি অযোধ্যায় আজ বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম লাল্লার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সূচনা করবেন আজ। দেশের নানা ক্ষেত্র থেকে আজ অযোধ্যায় ভিড় করেছেন মানুষজন। আমন্ত্রিতদের মধ্যে বাদ যায়নি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপার্সনও।

সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) চেয়ারপার্সন ও গীতিকার প্রসূন যোশী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, " আমরা তাঁর অর্থাৎ ভগবান রামের কাছে নিজেকে সমর্পণ করতে পারি এবং নিজেদের ভাগ্যবান মনে করতে পারি। আজকের যুগে প্রভু রামের আদর্শের খুব প্রয়োজন। বিশ্ব এখন যে সময়ের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে, তাতে ভগবান রামের আদর্শ অনেক সাহায্য করতে পারে আমাদের। " 

রাম লাল্লার প্রাণ প্রতিষ্ঠার এই শুভ উদ্বোধনে আসতে পেরে আপ্লূত প্রসূন যোশী। তা তার বক্তব্যের মধ্যেই স্পষ্ট ফুটে উঠেছে।