নিজস্ব সংবাদদাতা: কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মের চেয়ারপার্সন সুপ্রিয়া শ্রীনাতে বলেছেন, "চারজন শঙ্করাচার্যই অযোধ্যায় (রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার জন্য) না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এতে কোনও ক্ষোভ নেই। এতে কি ধর্মের ক্ষতি হয় না? এটা করা একেবারেই ভুল। ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে রাজনীতি। আমরা (অযোধ্যায়) সফরে প্রত্যাখ্যান করছি না। প্রধানমন্ত্রী মোদী এবং আরএসএস প্রধানের উপস্থিতিতে ২২ জানুয়ারি অযোধ্যায় যে ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে তাতে আমরা যাচ্ছি না। শঙ্করাচার্যরাও সেই অনুষ্ঠানে যাচ্ছেন না। যে ঘৃণ্য রাজনীতি করা হচ্ছে আমরা তার অংশ হতে চাই না।"
রাম মন্দিরের উদ্বোধনে না চারজন শঙ্করাচার্যের, হিন্দু ধর্মের অপমান, কংগ্রেস
কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে বলেন,চারজন শঙ্করাচার্যই অযোধ্যায় (রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার জন্য) না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে কি হিন্দু ধর্মের অপমান হচ্ছে না।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মের চেয়ারপার্সন সুপ্রিয়া শ্রীনাতে বলেছেন, "চারজন শঙ্করাচার্যই অযোধ্যায় (রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার জন্য) না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এতে কোনও ক্ষোভ নেই। এতে কি ধর্মের ক্ষতি হয় না? এটা করা একেবারেই ভুল। ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে রাজনীতি। আমরা (অযোধ্যায়) সফরে প্রত্যাখ্যান করছি না। প্রধানমন্ত্রী মোদী এবং আরএসএস প্রধানের উপস্থিতিতে ২২ জানুয়ারি অযোধ্যায় যে ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে তাতে আমরা যাচ্ছি না। শঙ্করাচার্যরাও সেই অনুষ্ঠানে যাচ্ছেন না। যে ঘৃণ্য রাজনীতি করা হচ্ছে আমরা তার অংশ হতে চাই না।"