নিজস্ব সংবাদদাতা : রাম মন্দির উদ্বোধনের ঠিক আগে ব্রজ ধামের ভক্তরা বাঁকে বিহারী মন্দির থেকে অযোধ্যায় পৌঁছান। রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের হাতে একটি রূপার শঙ্খ, বাঁশি এবং একটি মুক্তার মালা তুলে দেন ব্রজ ধামের ভক্তরা।