নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র ১ দিনের অপেক্ষা। ২২ জানুয়ারি রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানের আগে জার্মানি থেকে ভক্তরা অযোধ্যায় পৌঁছেছেন। ইসকনের জাতীয় প্রচারক যুধিষ্ঠির গোবিন্দ দাস বলেছেন, “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। সারা বিশ্বের হিন্দু ভক্তরা ৫০০ বছরেরও বেশি সময় ধরে এর জন্য অপেক্ষা করছেন। অযোধ্যা পুরোপুরি পুনর্গঠন করা হয়েছে। ২২ জানুয়ারি ইসকন তাদের মন্দিরগুলিতে একটি অনুষ্ঠানের আয়োজন করছে। আমরা সেদিন রাম কথা ও ভান্ডারার আয়োজন করব।”