কংগ্রেস প্রায়শ্চিত্ত করার সুযোগ হাতছাড়া করল, কেন একথা বললেন বিজেপি সাংসদ

বিজেপি সাংসদ হরনাথ সিং বলেন, কংগ্রেস রাম মন্দির প্রতিষ্ঠার শুরু থেকে বিরোধিতা করে আসছেন। রাম মন্দির প্রতিষ্ঠার আমন্ত্রণে সাড়া দিয়ে প্রায়শ্চিত্ত করতে পারত। সেই সুযোগ হাতছাড়া করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
 bjp mp edit.jpg

নিজস্ব সংবাদদাতা:  মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী এবং অধীর রঞ্জন চৌধুরী অযোধ্যায় রাম মন্দিরের 'প্রাণপ্রতিষ্ঠা' অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ হরনাথ সিং যাদব বলেন, "কংগ্রেস শুরু থেকেই রাম জন্মভূমির বিরোধিতা করেছিল।এটি কোনও নতুন বিষয় নয়। রাম মন্দির নির্মাণে তারা কোনও বাধা ঘটাতে পারেনি। তাদের সমস্ত পাপ ও অপরাধের প্রায়শ্চিত্ত করার সুযোগ ছিল। কিন্তু তারা সেই সুযোগটি হারিয়েছে। এই দেশের নাগরিকরা ভগবান রামের সঙ্গে দাঁড়িয়ে আছেন। যাঁদের আত্মা অন্য কোথাও বাস করে, তাঁরা ভগবান রামের বিরুদ্ধে দাঁড়াবেন। শুধু কংগ্রেসই নয়, অখিলেশ যাদব আমন্ত্রণপত্র গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। তাঁর বাবা যা করেছিলেন তার প্রায়শ্চিত্ত করার সুযোগ তাঁরও ছিল। কিন্তু তিনিও সেই সুযোগ হারান। রাম ও কৃষ্ণ বিরোধী শক্তি বৃদ্ধি পাচ্ছে দেশে। এরা সবাই হিন্দুত্ববিরোধী শক্তি।"