রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’, কংগ্রেস নেতার মুখে মোদির জয়ধ্বনি

অবশেষে অপেক্ষার অবসান। খুব শীঘ্রই হবে শ্রীরাম জন্মভূমিতে রাম মন্দিরের উদ্বোধন। গোটা অযোধ্যা শহর সেজে উঠেছে। রাম মন্দিরে এসে পৌঁছেছেন কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম।

author-image
Probha Rani Das
New Update
aacharya pramod.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বহু বছরের অপেক্ষার অবশেষে সমাপ্তি। অযোধ্যায় জন্মভূমিতে ফিরছেন শ্রীরাম। ইতিমধ্যেই দেশ বিদেশ থেকে বিশিষ্ট ব্যক্তিরা অযোধ্যায় এসে পৌঁছেছেন। কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম আজ অযোধ্যায় রাম মন্দির প্রাঙ্গণে রয়েছেন। কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম বলেছেন, “এই দিনটি সনাতনের শাসন এবং 'রামরাজ্য পুনঃপ্রতিষ্ঠার' দিন। বহু শতাব্দীর সংগ্রাম ও হাজার হাজার মানুষের আত্মত্যাগের পর এই দিনটি এসেছে। আমার মনে হয়, নরেন্দ্র মোদী না হলে এটা সম্ভব হত না।”