নিজস্ব সংবাদদাতাঃ খুব শীঘ্রই অয্যোধ্যায় রাম জন্মভূমিতে উদ্বোধন হবে রাম মন্দির। মন্দির উদ্বোধনের প্রস্তুতি এখন তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, অযোধ্যয় রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানের আগে ১১ দিনের বিশেষ আচার-অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অযোধ্যার রাম মন্দিরে 'প্রাণ প্রতিষ্ঠা'র আগে প্রধানমন্ত্রী মোদির ১১ দিনের বিশেষ অনুষ্ঠান শুরু করার বিষয় নিয়ে বিশেষ মন্তব্য করেছেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। তিনি বলেছেন, “এটি খুব ভাল বিষয়। প্রধানমন্ত্রী মোদি প্রোটোকল জানেন এবং তিনি সেটি করছেন। রামলালার প্রতি এত ভক্তি হওয়া তাঁর জন্য ভালো।”