Ram Mandir: শ্রীরাম জন্মভুমিতে ‘প্রাণ প্রতিষ্ঠা’! ‘শ্বশুরবাড়ি’ থেকে এলো বিশেষ উপহার

রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে শ্রীরাম জন্মভূমিতে মিথিলা থেকে এসে পৌঁছল বিশেষ ‘উপহার’।

author-image
Probha Rani Das
New Update
ayodhyaram.jpg

নিজস্ব সংবাদদাতাঃ চলতি বছরের শুরুতে অয্যোধ্যায় রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। বাকি আর মাত্র ৮ দিন। রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি এখন তুঙ্গে। বিহারের মিথিলা থেকে 'ভার' বা উপহার এসে পৌঁছেছে অযোধ্যায়। এই উপহার নিয়ে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই বিশেষ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “মাতা জানকি (সীতা) সীতামারির পুনৌরা ধামে জন্মগ্রহণ করেছিলেন। এই উপহার পুনৌরা ধামের সাথে যুক্ত লোকেরা নিয়ে এসেছেন। ভগবান রামের জন্য এই উপহার এসেছে। তিনি মিথিলার জামাই।”