অযোধ্যা: প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে বসানো হল ইনফ্রারেড হিটার

প্রাণ প্রতিষ্ঠার আগে সেজে উঠেছে গোটা অয্যোধ্যা রাজ্য।

author-image
Adrita
New Update
হ

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর প্রদেশের অযোধ্যায় অনেক জায়গায় ইনফ্রারেড আউটডোর হিটার স্থাপন করা হয়েছে। আগামী ২২শে জানুয়ারী অনুষ্ঠিত হবে রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান। তার আগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অযোধ্যার নগর নিগম পবিত্রতা অনুষ্ঠানের সময় ভক্ত ও কর্মীদের উষ্ণ রাখতে শহর জুড়ে হিটার স্থাপন করা হয়েছে। হাড় কাঁপানো ঠাণ্ডা এবং কুয়াশার পরিস্থিতি মোকাবেলায় আউটডোর হিটারগুলি ইনস্টল করা হয়েছে। 

কুয়াশার স্তর আজ অযোধ্যায় এতটাই বৃদ্ধি পেয়েছে যে, আংশিক দৃশ্যমানতাকে প্রভাবিত করেছে। অযোধ্যায় তাপমাত্রা আজ ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। রাম মন্দিরে আজ থেকে শুরু হয়ে সাত দিনব্যাপী চলবে নানা কর্মসূচী। উত্তরপ্রদেশের অযোধ্যায় আগামী ২২শে জানুয়ারি নির্ধারিত সময়েই 'প্রাণ-প্রতিষ্ঠা' অনুষ্ঠানের জন্য বিশিষ্ট ব্যক্তিরা শহর পরিক্রমা করবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।