মন্দির সম্পূর্ণ হওয়ার আগেই প্রাণ প্রতিষ্ঠা! কারণ বললেন লেখক আমিশ ত্রিপাঠি

রাম মন্দির সম্পূর্ণ হওয়ার আগে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে বলে অভিযোগ করেছিল কংগ্রেস। কিন্তু কেন মন্দির অসম্পূর্ণ অবস্থায় প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে তা বুঝিয়ে বলেন লেখক আমিশ ত্রিপাঠি।

author-image
Tamalika Chakraborty
New Update
amish tripathi edit.jpg

নিজস্ব সংবাদদাতা:  কংগ্রেসের তরফে জানানো হয়েছে, অসম্পূর্ণ রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে। কিন্তু কেন অসম্পূর্ণ রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে, তা বুঝিয়ে বলেন লেখর আমিশ ত্রিপাঠি। তিনি বলেন, "আগে কয়েক দশক ধরে কোনও একটি মন্দির তৈরি হতো। মন্দির নির্মাণের শুরু থেকে বেশ কয়েকটি পুজো করা হতো। প্রথম পুজোটি হতো গর্ভগৃহের স্থানে। দ্বিতীয় পুজোটি হতো গর্ভগৃহে যেখানে মূর্তি স্থাপন করা হতো। গর্ভগৃহের কাজ সম্পন্ন হওয়ার পর প্রাণ প্রতিষ্ঠা করা হতো। হিন্দু ধর্মে ইতিমধ্যে সব কিছু ঐশ্বরিক। কোনও দেব-দেবীকে যখন মূর্তিতে প্রতিষ্ঠা করা হয়, তখন প্রাণ প্রতিষ্ঠা বলা হয়ে থাকে। অযোধ্যা রাম মন্দির সেখান থেকে ব্যতিক্রম নয়। এখানে রামকে একটি শিশু হিসেবে কল্পনা করা হচ্ছে।"