নিজস্ব সংবাদদাতা: মাওবাদীদের দাপটে ২১ বছর বন্ধ ছিল। রাম মন্দিরকে ধুলোয় মিশিয়ে দিতেও চেয়েছিল মাওবাদীরা। অবশেষে সেই রাম মন্দিরের দরজা খুলল রামনবমীর ঠিক আগেই। ছত্তিশগড়ের সুকমার রাম মন্দিরে ফের ভিড় জমালেন স্থানীয় ভক্তরা। বিগ্রহ পরিষ্কার করে ফের শুরু হল পুজো।
সুকমার কেরলাপেন্ডা গ্রামে অবস্থিত এই মন্দির। একটা সময়ে জাঁকজমক করেই পুজো হত শ্রীরাম, লক্ষ্মণ ও মা সীতার। কিন্তু ধীরে ধীরে মাওবাদী কার্যকলাপ বাড়তে থাকায়, সেই মন্দিরই হয়ে ওঠে মাওবাদীদের গোপন আস্থানা। সেই মন্দিরের ধারপাশ না মাড়ানোর নির্দেশ দেয় মাওবাদীরা। ২০০৩ সাল থেকে গ্রামের কোনও মানুষই আর যেতেন না সেখানে। মন্দিরে পুজোও বন্ধ হয়ে যায়।
এরপর সময়ের চাকা ঘোরে। মাও নাশকতা ধীরে ধীরে ইতিহাস হয়ে যেতে থাকে। বর্তমানে গুটি কয়েক মাওবাদী ছাড়া আর ছত্রিশগড়ের কোনও চত্বরে কোনও মাওবাদীর দেখা মেলেনা। মাও হানা প্রায় নেই বললেই চলে। তাই এবার ফের খুলে গেল মন্দির প্রাঙ্গণ। ধুয়েমুছে পরিষ্কার করা হল রাম, লক্ষ্মণ, মা সীতার বিগ্রহ। আগামী ১৭ এপ্রিল ধুমধাম করে পূজিত হবেন রামলালা।