নিজস্ব সংবাদদাতা: রামনবমীর প্রাক্কালে জানুন ভগবান শ্রী রাম সম্পর্কে অজানা ও বিস্ময়কর কিছু তথ্য।
১. সীতার স্বয়ম্বর সভায় রাম যাননি
শ্রী রামচরিতমানসে একথার উল্লেখ থাকলেও বাল্মীকির রামায়ণে এর কোনও উল্লেখ পাওয়া যায়নি। বাল্মিকীর রচনা করা রামায়ণ অনুযায়ী রাম ও লক্ষ্মণ ঋষি বিশ্বামিত্রের সঙ্গে মিথিলা গিয়েছিলেন। বিশ্বামিত্রই রাজা জনককে রামকে শিব ধনুক দেখাবার নির্দেশ দেন। তারপর রাম শিব ধনুক তুলে নিয়ে তার প্রত্যঞ্চা বাঁধতে গিয়ে সেই ধনুক ভেঙে ফেলেন। রাজা জনক প্রতিজ্ঞা করেছিলেন, যে এই শিব ধনুক তুলে নেবে, তাঁর সঙ্গেই নিজের কন্যা সীতার বিবাহ দেবেন। এই কারণে রামের সঙ্গে সীতার বিবাহ হয়।
২. রামের হাতে রাবণ বধ কেন হয়?
রাবণ যখন বিশ্বজয় করতে বেরিয়েছিলেন তখন তাঁর হাতে রঘুবংশের এক প্রবল প্রতাপী রাজা অনরণ্য-এর মৃত্যু হয়। অনরণ্য রাবণকে অভিশাপ দিয়েছিলেন যে রঘুবংশের এক যুবকের হাতেই রাবণের মৃত্যু হবে। তাই রামের হাতে রাবণকে বধ হতে হয়।
৩. বিয়ের সময় রাম ও সীতার বয়স কত ছিল?
বিয়ের ১২ বছর পর বনবাসে যাওয়ার সময়ে রামের বয়স ছিল ২৫ ও সীতা ছিলেন অষ্টাদশী। তাই গণনা ও রাময়ণের শ্লোক থেকে বোঝা যায় যে বিয়ের সময় রামের বয়স ছিল ১৩ ও সীতার বয়স ছিল ৬।