জানেন রামের ধনুকের নাম কি ? আসুন জেনে নিই কিছু তথ্য

হিন্দু পুরাণে বিভিন্ন শক্তিশালী অস্ত্র-সস্ত্রের উল্লেখ পাওয়া যায়। তাঁর মধ্যে রামের ধনুক অন্যতম।

author-image
Adrita
New Update
ফ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দিব্য অস্ত্রের মধ্যে অন্যতম হল রামের ধনুক। হিন্দু পুরাণে ৫টি দিব্য ধনুকের উল্লেখ পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হল রামের এই দিব্য ধনুক। এই ধনুকের নাম হল ' কোদন্ড '। পুরাণ মারফত জানা যায় যে, এই ধনুকের টংকারে ভীত হয়েছিলেন ইন্দ্রপুত্র সমুদ্র স্বয়ং।

DBrush Shri Ram with Dhanush Photo framed with Glass Lord Ram Ji wall  Hanging Big frame Digital Reprint 18 inch x 12 inch Painting Price in India  - Buy DBrush Shri Ram

রামের ধনুক কোদন্ড শব্দের অর্থ বাঁশ দ্বারা নির্মিত। এই ধনুক ধারণ করায় রামের অপর নামও কোদন্ড। এই ধনুক অভিমন্ত্রিত ছিল। পুরাণ অনুযায়ী এই ধনুক ছিল সাড়ে পাঁচ হাত লম্বা এবং ওজন ছিল ১০০ কিলো। 

भगवान राम के बारें में तो सब जानते हैं लेकिन क्या आप उनके धनुष का नाम जानते  हैं - Kya Aap Jante Hai Bhagwan Ram Ke Dhanush Ka Naam

কোদন্ড ধনুকের বিশেষত্ব হল কোদন্ড ধনুকের তীর কখনও বিফল হত না। অর্থাৎ এই ধনুক ব্যবহার করে যে তীর ছাড়া হতো, তা লক্ষ্যভেদ করেই ফিরত। স্বাভাবিক ভাবেই এমন ধনুক সকলের মনে ভয় উৎপন্ন করত।