নিজস্ব সংবাদদাতাঃ দিব্য অস্ত্রের মধ্যে অন্যতম হল রামের ধনুক। হিন্দু পুরাণে ৫টি দিব্য ধনুকের উল্লেখ পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হল রামের এই দিব্য ধনুক। এই ধনুকের নাম হল ' কোদন্ড '। পুরাণ মারফত জানা যায় যে, এই ধনুকের টংকারে ভীত হয়েছিলেন ইন্দ্রপুত্র সমুদ্র স্বয়ং।
রামের ধনুক কোদন্ড শব্দের অর্থ বাঁশ দ্বারা নির্মিত। এই ধনুক ধারণ করায় রামের অপর নামও কোদন্ড। এই ধনুক অভিমন্ত্রিত ছিল। পুরাণ অনুযায়ী এই ধনুক ছিল সাড়ে পাঁচ হাত লম্বা এবং ওজন ছিল ১০০ কিলো।
কোদন্ড ধনুকের বিশেষত্ব হল কোদন্ড ধনুকের তীর কখনও বিফল হত না। অর্থাৎ এই ধনুক ব্যবহার করে যে তীর ছাড়া হতো, তা লক্ষ্যভেদ করেই ফিরত। স্বাভাবিক ভাবেই এমন ধনুক সকলের মনে ভয় উৎপন্ন করত।