রাখি পূর্ণিমায় কৃষ্ণ ও দ্রৌপদীর গল্প

কৃষ্ণ ও দ্রৌপদীর রাখির গল্প জানেন? 

author-image
Aniket
New Update
রাখি পূর্ণিমায় কৃষ্ণ ও দ্রৌপদী

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাখি হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র উৎসব। এদিন ভাইদের তার বোনেরা রাখি পরিয়ে দেয় শুভ কামনার জন্য। মহাভারত মতে, একটি যুদ্ধের সময় কৃষ্ণের কবজিতে আঘাত লাগে। যার ফলে রক্তপাত শুরু হয়। সেই সময় দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। এতে কৃষ্ণ খুবই অভিভূত হয়ে যান। তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন। এই ভাবেই রাখির প্রচলন হয়।