ED-র তল্লাশিতে টেনশনে কংগ্রেস? পালাবদলের ইঙ্গিত নেতার

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামী ২৩ নভেম্বরের পরিবর্তে রাজস্থানে ভোট হবে ২৫ নভেম্বর। ভোট হবে একদফায়। ভোটের ফল প্রকাশ হবে ৩ ডিসেম্বর।

author-image
SWETA MITRA
New Update
2 চং .jpg

নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র হাতেগনা কয়েকটা দিন বাকি, তারপরেই রাজস্থানে বিধানসভা ভোটের (Rajasthan Assembly Elections) দামামা বেজে যাবে। রাজ্যে পালাবদল কি ঘটবে? কংগ্রেস (Congress) না বিজেপি, কে ক্ষমতায় আসবে সেটা তো অবশ্য সময়ই বলবে। এদিকে আজ সোমবার রাজস্থানের যোধপুরে রাজস্থান বিধানসভা নির্বাচন নিয়ে বড় দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত (Gajendra Singh Shekhawat)। তিনি বলেছেন, "আমি নিশ্চিত যে বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে রাজ্যে। কংগ্রেসের দুর্নীতির ইস্যুতে এই নির্বাচন লড়া হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে যেসব সংস্থা কাজ করে তাদের অবশ্যই প্রশংসা করতে হবে। যারা দুর্নীতিগ্রস্ত তারা ধরা পড়ার পর ভিত্তিহীন অভিযোগ আনে।“