ব্রেকিং: ৬০০০ ভোটে জিতে গেল বিজেপি

রাজ্যে প্রথম জয় পেল বিজেপি।

author-image
SWETA MITRA
New Update
bjp lok.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের বড় জয় পেল বিজেপি (BJP)। রাজস্থানের অন্যতম উষ্ণতম আসন বিদ্যাধর নগর আসনটি পুরো রাজ্যের নজর ছিল। এর কারণ ছিলেন জয়পুরের প্রাক্তন রাজপরিবারের বিজেপি প্রার্থী দিয়া কুমারী। অনেকেই তাঁর জয়ের প্রবল সম্ভাবনা দেখছিলেন। তাঁর সামনেই নির্বাচনী মাঠে ছিলেন কংগ্রেসের সীতারাম আগরওয়াল। সকলের বিশেষ নজর ছিল এই আসনের ওপর। এখন এই আসনের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রায় ৬০০০ ভোটে কংগ্রেসের সীতারাম আগরওয়ালকে হারিয়ে দিলেন দিয়া কুমারী।