১৪৩০! ভালো কাটুক নতুন বছর

১৫ এপ্রিল থেকে আরো একটা বছরের শুরু (New Year)। সূচনা ঘটবে নববর্ষের (Nababarsha 1430)। নববর্ষ ১৪৩০ - এ পা রাখবে আপামোর বাঙালি।দিনভর নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানাতে আদান-প্রদান হবে 'শুভ-নববর্ষ' (Subho Nababarsha) লেখা ম্যাসেজ (Messege)।

author-image
Pallabi Sanyal
New Update
নববর্ষ ১৪৩০

নববর্ষ ১৪৩০

নিজস্ব সংবাদদাতা : ১৫ এপ্রিল থেকে আরো একটা বছরের শুরু (New Year)। সূচনা ঘটবে নববর্ষের (Nababarsha 1430)। নববর্ষ ১৪৩০ - এ পা রাখবে আপামোর বাঙালি। শনিবার বছরের শুরুতে বাঙালিয়ানা দেখাবে বাঙালিরা। সকালে গঙ্গায় (Ganges) স্নান করে পুজো-পাঠ (Puja) দিয়ে দিনের শুরু। তারপর হালখাতা (Halkhata)। দুপুরে মাছে-ভাতে বাঙালির পাত ভরবে ডাল, শুক্তো, হরেক মাছ, দই-মিষ্টিতে। খাবারের টেবিল (Dinning Table) ভরে উঠবে বাঙালি খাবারে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান (Cultural Programme)। আর কী চাই? দিনভর নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানাতে আদান-প্রদান হবে 'শুভ-নববর্ষ' (Subho Nababarsha) লেখা মেসেজ (Messege)।