ভেদাভেদ ভুলে নববর্ষে সম্প্রীতি বজায় রাখার আহ্বান অভিষেকের

''আসুন আমরা সকলে, আজকের দিনে সমস্ত ভেদাভেদ, সবরকম সংকীর্ণতার অচলায়তন ভেঙে, সকল কূপমণ্ডূকতা ত্যাগ করে, শপথ নিই কোনোরকম বিভেদকামী-স্বৈরাচারী শক্তি যেন আমাদের শান্তি-সম্প্রীতি-সৌহার্দ ক্ষুণ্ণ না করতে পারে।''

author-image
Pallabi Sanyal
New Update
abhishek banerjee wish

অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : ১৪৩০ বঙ্গাব্দের শুভ সূচনায় নেট মাধ্যমে সকলকে নববর্ষের শুভেচ্ছা বার্তা জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের আগমনে সকলের জীবন পবিত্র হয়ে উঠুক বলে শুভ কামনা জানিয়েছেন তিনি। পোস্টে  ভেদাভেদ ভুলে সম্প্রীতি বজায় রাখার আহ্বানও জানিয়েছেন অভিষেক।