রুপোর পদক পাবেন ভিনেশ? কী জানালো আদালত?

সোমবার কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস-এর তরফ থেকে পাওয়া গেলো স্পষ্ট উত্তর।

author-image
Shroddha Bhattacharyya
New Update
vinesh-phogat-disqualified-from-paris-olympics-ahead-of-gold-medal-wrestling-bout

নিজস্ব সংবাদদাতা: প্যারিস অলিম্পিক ২০২৪ সালে অতিরিক্ত ওজনের জন্য ফাইনালের দৌড় থেকে ছিটকে যান কুস্তিগীর ভিনেশ ফোগাট। এক রাতে ১. ৫ কেজিরও বেশি ওজন কমিয়ে, চুল কেটে ফেলেও শেষ রক্ষা হয়নি। সকলকে ধন্যবাদ জানিয়ে খেলার ম্যাট থেকে বিদায় নিয়েছেন তিনি। সম্প্রতি, দেশে ফিরেছেন ভিনেশ।

Vinesh Phogat

প্যারিস অলিম্পিক থেকে বাদ পড়ার পরেই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রৌপ্য পদকের জন্য আবেদন করেছিলেন তিনি। কিন্তু এই আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। তাদের বক্তব্য, ভিনেশের এই ওজন বৃদ্ধির জন্য, ভিনেশ নিজেই দায়ী।

NHTE

কোনওভাবেই নির্দিষ্ট নিয়ম কেউই লঙ্ঘন করতে পারেনা। কোনও পরিস্থিতিতেই এই নিয়মের পরিবর্তন করা যায় না। ২৪ পাতার একটি রিপোর্টে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস-এর তরফ থেকে সোমবার এই বিবৃতি জানানো হয়েছে।