শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক, জেনে নিন সময়সূচী

ভারতের সম্পূর্ণ সময়সূচী প্রকাশিত।

author-image
Adrita
New Update
ে

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২৫ জুলাই থেকে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক।

2024 Olympics in Paris: Venues & Timetables | Hotelgift

এই বছর প্যারিসে মোট ১১৭ জন ক্রীড়াবিদ ভারতের প্রতিনিধিত্ব করবেন। যার মধ্যে ৪৭ জন মহিলা ক্রীড়াবিদ এবং ৭০ জন পুরুষ ক্রীড়াবিদ রয়েছে ৷

Paris 2024 Olympics Takes Bold Strides Toward Sustainability

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন প্যারিস অলিম্পিকের জন্য ভারতের সম্পূর্ণ সময়সূচী প্রকাশ করেছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী প্রাক্তন শ্যুটার গগন নারাং শেফ-ডি-মিশনের দায়িত্ব পালন করবেন। 

Everything you need to know about France's celebration sites for the Olympic  and Paralympic Games Paris 2024

প্যারিস অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদদের সম্পূর্ণ সময়সূচীঃ 

ইভেন্ট শুরুর তারিখ শেষের তারিখ সময় 
তীরন্দাজ ২৫ জুলাই 4৪ আগস্ট ভারতীয় সময় রাত ১টা
অ্যাথলেটিক্স ১৫ আগস্ট ১১ আগস্ট ভারতীয় সময় সকাল ১১টা
ব্যাডমিন্টন ২৭ জুলাই ১৫ আগস্ট ভারতীয় সময় রাত ১২টা
বক্সিং ২৭ জুলাই ১১ আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা ৭টা
অশ্বারোহী ২৭ জুলাই ১৫ আগস্ট ভারতীয় সময় রাত ১টা
গলফ ১৫ আগস্ট ১০ আগস্ট ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টা
হকি ২৭ জুলাই ১৫ আগস্ট ভারতীয় সময় রাত সাড়ে ১২টা
জুডো ২৭ জুলাই ২১ আগস্ট ভারতীয় সময় রাত সাড়ে ১
রোয়িং ২৭ জুলাই ৩ আগস্ট ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টা
পালতোলা  ২৮ জুলাই  ১৫ আগস্ট ভারতীয় সময় বিকাল ৩ টে ৪৫ মিনিট
শুটিং ২৬ জুলাই ১৫ আগস্ট ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টা
সাঁতার ২৭ জুলাই ৪ আগস্ট ভারতীয় সময় দুপুর ২টো ৩০ মিনিট
টেবিল টেনিস ২৭ জুলাই ১০ আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা
টেনিস ২৭ জুলাই ৪ আগস্ট ভারতীয় সময় বিকাল সাড়ে ৩টা
কুস্তি ১৫ আগস্ট ১১ আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা
ভার উত্তোলন ১৫ আগস্ট ১১ আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টা

FRANCE 24 visits the Paris 2024 Olympics sites across the capital