নিজস্ব সংবাদদাতাঃ প্যারিস ২০২৪ অলিম্পিকে ফের ভারতের বিরাট জয়। বৃহস্পতিবার প্যারিস ২০২৪ অলিম্পিকে শ্যাটোরাক্স শুটিং রেঞ্জে পুরুষদের রাইফেল ৫০ মিটার ৩ পজিশনের ফাইনালে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল কুসলে।