Paris Olympic 2024: তিরন্দাজির কোয়ার্টার ফাইনালে ভারতের দীপিকা কুমারী, বিরাট খবর

জার্মানির মিশেল ক্রোপেনকে ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতীয় তিরন্দাজ দীপিকা কুমারী।

author-image
Probha Rani Das
New Update
Deepika Kumari hj.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভারতের জন্য আবারও বড় সুখবর। প্যারিস অলিম্পিকের মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ, ১/৮ এলিমিনেশন রাউন্ডে জার্মানির মিশেল ক্রোপেনকে ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতীয় তিরন্দাজ দীপিকা কুমারী।

প্যারিসে চতুর্থবারের মতো অলিম্পিক খেলতে নামা এই ভারতীয় তিরন্দাজ শুরুটা করেছিলেন দারুণ ছন্দে। দীপিকা তিনটি ৯ এবং মোট ২৭ রান নিয়ে প্রথম সেট শেষ করেন। 

Adddd