নিজস্ব সংবাদদাতা: আগামী ২৮ আগস্ট থেকে প্যারিসে শুরু হচ্ছে প্যারালিম্পিক্স। ইতিমধ্যেই সেই জন্যে ভারতকে শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারে ভারত প্যারালিম্পিক্সে ১২টি ইভেন্টে অংশগ্রহণ করবে। যার মধ্যে ৩টি নতুন ইভেন্ট।
File Picture
অর্থাৎ এই প্রথমবার এই তিনটি ইভেন্টে অংশ নেবে টিম ইন্ডিয়া। জানেন সেই তিনটি কী কী? সেই নতুন তিনটি ইভেন্ট হল – প্যারা সাইক্লিং, প্যারা রোয়িং এবং ব্লাইন্ড জুডো। ফলে এই তিনটি বিভাগে বাড়তি নজর থাকবে ভারতীয়দের।