দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা থেকে শুরু করে , আবদাল্লা মর্জিনা, কোথাও আবার গোপাল ভাঁড় এমনই দেওয়াল চিত্র এঁকে ভোট প্রচারে শাসকদল তৃণমূল। শুধু তৃণমূলই নয়, বিজেপিও হাতিয়ার করছে দেওয়াল লিখনে কার্টুন চিত্রকে। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মহেশপুর, হাটপুকুর ও ঘাটালে এমনই কার্টুন চিত্রের ছবি উঠে এল।
চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের মহেশপুর এলাকায় তৃণমূলের পক্ষ থেকে ফুটিয়ে তোলা হয়েছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা সহ বিজেপিকে ব্যঙ্গ করে একাধিক কার্টুন চিত্র, চন্দ্রকোনার হাটপুকুরে আঁকা হয়েছে রাজ্যের উন্নয়নের একাধিক ছবি, ঘাটালে বিজেপির পক্ষ থেকে আঁকা হয়েছে গোপাল ভাঁড়। ভোটের ফলাফল যাই হোক না কেন ভোট প্রচারে রাজনৈতিক দলগুলির এই কার্টুন চিত্র নজর কাড়ছে এলাকার মানুষের। যদিও তৃণমূলের এধরনের কার্টুন চিত্রকে কটাক্ষ করেছে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুদীপ কুশারী।
উল্লেখ্য, হাতে আর বেশি সময় নেই। নজরে ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। শাসক-বিরোধীদের লড়াই এবার যেন উঠে এল দেওয়ালে। পশ্চিম মেদিনীপুরে ধরা পড়েছে অভিনবত্ব। দেওয়াল লিখনে যেভাবে একে অপরকে সচিত্র কটাক্ষ করছে রাজনৈতিক দলগুলি , দেখে বোঝাই যাচ্ছে যে কেউ কাউকে এক চুলও জমি ছাড়তে নারাজ। তৃণমূল-বিজেপি-সিপিএম, প্রত্যেকের দেওয়াল লিখনেই ধরা পড়েছে অভিনবত্ব। সাম্প্রতিকতম ইস্যু গুলিকে হাতিয়ার করে চলছে প্রচার। এখন দেখার পঞ্চায়েত দখলের লড়াইতে শেষ হাসি হাসবে কে।