নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গে দ্বিতীয় দিনের ভোট প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির জনসভায় বিজেপি বন্ধ চা বাগান খোলার প্রতিশ্রুতি দিলেও সেই কথা রাখেনি বলে সুর চড়িয়ে তিনি বলেন, সিংহভাগ চা-বাগান খুলে দিয়েছে তৃণমূল। সেই সঙ্গে চা শ্রমিকদের জন্য ঘরের ঘোষণা করেন তিনি। ৩ লক্ষ শ্রমিককে পাকা বাড়ি বানিয়ে দেওয়ার পাশাপাশি চা শ্রমিকদের রাজ্য সরকার চা বাগানের পাট্টা দেবেন বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজ শুরু হয়ে গিয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি। উত্তরবঙ্গে বিরোধীরা এমনকি, বামেরাও কোনো উন্নয়ন করেনি বলে সুর চড়িয়েছেন মমতা। এবার পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গে ইতিবাচক উত্তরের অপেক্ষায় তৃণমূল। চা শ্রমিকদের মজুরি নিয়েও বিরোধীদের খোঁচা দেন মমতা। শ্রমিকদের মজুরি ৬৭ টাকা থেকে ২৭২ টাকা হয়ে গিয়েছে বলেও মনে করিয়ে দেন।