বিরোধী প্রার্থীর সঙ্গে আড্ডা!

রাজনীতির ময়দানে বিরোধিতা থাকলেও বাস্তবে বামেদের সঙ্গে ভালো সম্পর্ক তৃণমূলের! এমনই প্রমাণ দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এর আগেও তাকে বামেদের পার্টি অফিসে দেখা গিয়েছে।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
55

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : আজ রাজ্যে পঞ্চায়েত ভোট আর পঞ্চায়েত ভোট শুরু হতেই সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে শাসক বিরোধী দলের সংঘাতের খবর । যেখানে পঞ্চায়েত ভোটকে নিয়ে বিরোধী দলের লোকেরা শাসক দলের প্রতি হুমকি,মারধর, বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ তুলেছে। যদিও বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে দিয়ে পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ''এলাকায় ভ্রাতৃত্বের পরিবেশ রয়েছে। পাণ্ডবেশ্বর এলাকায় সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে।'' যেখানে ভোটকে কেন্দ্র করে শাসক বিরোধী দলের সংঘাতের চিত্র সামনে আসছে, ঠিক সেই মুহূর্তেই ভিন্ন চিত্র ধরা পড়ল পাণ্ডবেশ্বর নবগ্রাম অঞ্চলে । ভোট নিয়ে বিরোধীরা বার বার শাসকদলের বিরুদ্ধে আঙুল তুলেছে, কিন্তু এখানে দেখা গেল সিপিআইএমের নবগ্রাম পঞ্চায়েত সমিতির প্রার্থী কাঞ্চন মুখার্জির সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।

34dx


পঞ্চায়েত ভোটের দিন এই ধরনের ভিন্ন চিত্র ভাতৃত্ববোধের আবেগকেই ফুটিয়ে তোলে । একই ফ্রেমে তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও রয়েছেন নবগ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সিপিআইএম প্রার্থী কাঞ্চন মুখার্জি। এ বিষয়ে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ''পাণ্ডবেশ্বর এলাকায় কোন হিংসা রেষারেষি নেই। এই ধরনের ভ্রাতৃত্ববোধ শুধু আজ নয় সারা বছরই থাকে একে অপরের প্রতি।''