বাইক মিছিল! কমিশনকে বুড়ো আঙুল তৃণমূলের

কমিশনকে মানছে না রাজ্যের শাসক দল! নিষেধাজ্ঞার পরেও কীভাবে বাইক মিছিল উঠছে প্রশ্ন। এ নিয়ে কটাক্ষ শুরু বিরোধীদের। চন্দ্রোকানার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি।

author-image
Pallabi Sanyal
New Update
123

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর :  নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার!একাধিক বাইক নিয়ে প্রার্থীর সমর্থনে অঞ্চল জুড়ে মিছিল করলো তৃণমূল। শুরু রাজনৈতিক তরজা।

চাকরির খবর :   পাঞ্জাবি ভাষায় দক্ষতা আছে? এখনই Apply করুন

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-১ ব্লকের লক্ষ্মীপুর অঞ্চল জুড়ে বিভিন্ন গ্রামে তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী অভিজিৎ ধাড়ার সমর্থনে  বাইক মিছিলের ছবি ধরা পড়ে। বাইক মিছিলের সামনে একটি ট্যাবলো গাড়ি ছিল যেটায় জেলা পরিষদের প্রার্থী অভিজিৎ ধাড়া উপস্থিত রয়েছেন এবং তার পেছনেই সারিসারি দিয়ে রয়েছে একাধিক বাইক,প্রার্থীর সমর্থনে গ্রামে গ্রামে দাপিয়ে বেড়ালো তৃণমূল কংগ্রেসের এই বাইক মিছিল। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কোনও রকম বাইক মিছিলে কমিশনের তরফে না জানানোর পরেও   খোদ শাসকদলের তরফে কমিশনের নিষেধাজ্ঞা অমান্য করায় প্রশ্ন উঠতে শুরু করেছে।যদিও বাইক মিছিলের বিষয়টি অস্বীকার করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস।

123

এবিষয়ে চন্দ্রকোনা-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব মল্লিক জানান, ''এক জায়গায় পথসভা করার জন্য বাইক নিয়ে জড়ো হয়েছিল কর্মী সমর্থকরা,বাইক মিছিল করা হয়েছে ভুল কথা।'' তবে বিষয়টি নিয়ে বিশদে খোঁজ নিয়ে দেখা হবে বলেও জানান তৃণমূলের ব্লক সভাপতি।  আর শাসকদলের এই বাইক মিছিল আদপে এলাকায় দাপিয়ে বেড়িয়ে ভয় ভীতি তৈরি করার কৌশল,বর্তমানে এই রাজ্য কমিশন,পুলিশ,সরকার আর তৃণমূল সবাই একই,ভোটে মানুষ ঠিক এর জবাব দিয়ে দেবে বলে পাল্টা কটাক্ষ বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সদস্য রাজীব পালের।

চাকরির খবর : মারাঠি ভাষা লিখতে ও বলতে পারেন? এখনই Apply করুন