তিনটি স্পর্শকাতর জেলায় ৩ সিনিয়র আইপিএস অফিসার

পঞ্চায়েত নির্বাচনের আবহে বড় সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের। তিন স্পর্শকাতর জেলায় যাচ্ছেন ৩ সিনিয়র আইপিএস অফিসার।

author-image
Pallabi Sanyal
New Update
12

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : অশান্তির আবহে পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষাপটে বড় সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের। তিনটি স্পর্শকাতর জেলায় পঞ্চায়েত নির্বাচনের তদারকি করতে তিনজন সিনিয়র আইপিএস অফিসারকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সূত্র মারফত এএনএম নিউজের সংগৃহীত তথ্য অনুসারে, মালদা, বীরভূম এবং মুর্শিদাবাদকে গুরুত্বপূর্ণ সংবেদনশীল জেলা হিসাবে চিহ্নিত করা হয়েছে।

১১৩

কমিশনের তরফে ইঙ্গিত মিলেছে যে  গত কয়েক সপ্তাহ ধরে এই জেলাগুলিতে ব্যাপক পরিমাণে অশান্তির ঘটনা ঘটেছে। রাজ্য নির্বাচন কমিশন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিস, সিআইডি সুনীল চৌধুরীকে মালদায়, স্পেশাল টাস্ক ফোর্সের অ্যাডিশনাল ডিরক্টর অফ পুলিশ জ্ঞানবন্ত সিংকে বীরভূমে ও ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ডি পি সিংকে মুর্শিদাবাদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনজন অফিসারই বিভিন্ন জেলায় বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন এবং অতীতে বেশ কয়েকটি পঞ্চায়েত নির্বাচনের তদারকি করেছেন।