যৌথভাবে অশান্তি থামাবে পুলিশ ও বাহিনী!

পঞ্চায়েত নির্বাচনে যে পরিমাণ অশান্তির সাক্ষী থেকেছে বাংলা, তার মোকাবিলায় একযোগে কাজ না করার অভিযোগে অভিযুক্ত পুলিশ ও বাহিনী। ভোট পরবর্তী পর্যায়ে কি তারা এক হয়ে অশান্তি থামাতে পারবে রাজ্যে?

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা :  রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ভোটের সময় যে  হিংসামূলক ঘটনা ঘটেছে তার মোকাবিলায়  একযোগে কাজ করছে না বলে অভিযোগ ওঠে। পূর্বাঞ্চলে কথিত কেন্দ্রীয় বাহিনীর সমন্বয়কারী হিসাবে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশের অসহযোগিতার অভিযোগের মধ্যে  দুজন সিনিয়র অফিসার, সিআরপিএফের মহাপরিচালক ডাঃ এসএল থাউসেন এবং  বিএসএফের স্পেশাল ডিজি যোগেশ খুরানিয়া কলকাতায় আসেন।  গত দুই দিনে মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, ডাঃ এস এল থাউসেন এবং যোগেশ খুরানিয়ার মধ্যে একাধিক বৈঠক হয়েছে এবং মনে করা হচ্ছে যে সমস্ত সমস্যার সমাধান করা হয়েছে। ডাঃ এসএল থাউসেন জানান,  "রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী একে অপরকে সহযোগিতা করছে।" কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের ফলাফল ঘোষণার পর দশ দিন ধরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং ভোট পরবর্তী সহিংসতা নিয়ন্ত্রণে রাজ্য পুলিশকে সহায়তা করবে।